Notice
  • ➤ অনার্স ২য় বর্ষ সেশন ফি ও ফরমপূরণ সংক্রান্ত নোটিশ
  • ➤ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর চুড়ান্ত ফরম পূরণের বিজ্ঞপ্তি
  • ➤ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি
  • ➤ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি
Online Admission

রিফান্ড এন্ড রিটার্ণ পলিসিঃ

সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভুল পেমেন্ট, অতিরিক্ত পেমেন্ট কিংবা ডুপ্লিকেট পেমেন্ট এর ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থীকে অবশ্যই যেদিন পেমেন্ট সম্পন্ন হয়েছে ঐদিন রাত ১১:৩০ মিনিটের মধ্যে সফটওয়্যার কোম্পানির হটলাইন নাম্বার (09611900275) এ যোগাযোগ করে রিফান্ডের অনুরোধ রাখতে হবে।
রিফান্ড প্রাপ্তির সময়সীমা, ০৩ থেকে ১৫ কর্মদিবস।
মনে রাখতে হবে, রিফান্ড প্রসেস করলে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে, যে একাউন্ট/মোবাইল ব্যাংকিং/ওয়ালেট থেকে টাকা পেমেন্ট হয়েছে সেই একাউন্টে রিফান্ড হবে।

বিঃদ্রঃ কলেজ একাউন্টে টাকা সেটেলমেন্ট হয়ে গেলে কোম্পানির পক্ষে উক্ত টাকা রিফান্ড প্রসেস করা সম্ভব হবে না। প্রত্যেক কলেজের নিজস্ব পেমেন্ট পোর্টাল এবং অ্যাপ- এ অত্র কলেজের সমূর্ণ নাম এবং অফিসিয়াল লোগো দেওয়া থাকে, পেমেন্ট প্রদানের সময় সর্তকতা অবলম্বন করতে হবে। যদি অন্য কলেজের শিক্ষার্থীর কোন পেমেন্ট মৌলভীবাজার সরকারি কলেজে এর সিস্টেমে প্রদান করা হয় তাহলে উক্ত পেমেন্ট রিফান্ড/রিটার্ণ করতে সফটওয়্যার কোম্পানি/কলেজ কর্তৃপক্ষ বাধ্য থাকিবে না।